দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম তসরিজ্জামান। শুক্রবার বিকেলে তিনি এ আদেশ দেন। তাকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও আদেশ দেন আদালত।

এর আগে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান রমনা থানার এসআই আলী হোসেন।

২৪ ডিসেম্বর রাতে বাংলামোটর মোড়ে গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়ে ট্রাফিক পুলিশ ফেরদৌস খলিলকে জীবন্ত দগ্ধ করে হত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা করেন এসআই আলী হোসেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্ট এলাকার মৎস্য ভবনের কাছ থেকে সাদা পোশাকধারী পুলিশের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আটক করে। পরে তাকে মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জে/এমএআর/এমডি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)