চাঁদপুরে ১৮ দলের ১১ কর্মী আটক
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ফরিদগঞ্জ, সদর উপজেলা, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, আটকদের মধ্যে কেউ কেউ এজহারভুক্ত আসামি। আবার অনেকেই বিভিন্ন নাশকতার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এমন সন্দেহে এদের আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমবি/এফএস/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)