পটুয়াখালী সংবাদদাতা : ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবি ও মহাসমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন।

শহরের কাঠপট্টি এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সদর রোডে যাওয়ার পথে ফৌজদারি পুলের সামনে পুলিশি বাধার সম্মুখীন হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন পটুয়াখালী ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সদস্য মাওলানা কাজী গোলাম সরোয়ার, মাওলানা অহিদুজ্জামান, মাওলানা ফেরদৌস খান, মাওলানা আবদুর রহমান ও হাফেজ কালাম।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)