কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত পরিচয়ে (২৫) যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল দ্য রিপোর্টকে জানান, উপজেলার ঢাকারগাঁও এলাকার একটি বিল থেকে শুক্রবার দুপুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে তার মৃতদেহ বিলে ফেলে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শনিবার সকালে মৃতদেহ পাঠানো হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)