সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সাভার সংবাদদাতা : সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা লুন্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
বাড়ির মালিক ওয়াকিল রহমান দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় তার বাড়িতে ১০-১২ জনের একদল মুখোশ পরা ডাকাত বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)