দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকায় রবিবার সমাবেশ করার অনুমতি পাচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ডিএমপির পক্ষ থেকে ওই দিন ঢাকায় কোনো সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী নির্বাচন প্রতিহত করতে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এর নাম দেওয়া হয়েছে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’।

বুধবার ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি সফল করতে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দুটি চিঠি দিয়েছে বিএনপি।

একটি চিঠিতে ২৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েতে খালেদা জিয়া ও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার কথা বলা হয়েছে। অপর চিঠিতে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)