যশোর সংবাদদাতা : জামায়াতে ইসলামী যশোর শহর শাখার আমির অধ্যাপক গোলাম রসুলকে আটক করেছে পুলিশ। শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্প এলাকার বাসা থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

জেলা জামায়াতের আমি অধ্যাপক আবদুর রশিদ জানান, বিকেলে র‌্যাব ও পুলিশের যৌথ টিম অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে গিয়ে তাকে আটক করে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক আহসান হাবিব রাজিব এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জামায়াত নেতা গোলাম রসুলকে আটকের কথা স্বীকার করেছেন। সন্ধ্যায় তিনি জানান, গোলাম রসুল তাদের হেফাজতে আছেন। নাশকতা সৃষ্টি করতে পারেন- এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে আটক হন জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরুননবী।

জামায়াতের জেলা আমির অধ্যাপক আবদুর রশিদ এ বিষয়ে বলেন, জুলুম-নির্যাতনের মাধ্যমে সরকার বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করতে চাইছে। এ সবের পরিণাম ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)