চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী-ভারত সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেন মাজহার ঘটনাস্থল থেকে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রামে মরহুম রহিম মন্ডলের ছেলে আবুল হোসেনের লাশ ভারত সীমান্তের একশ গজের মধ্যে মাথাভাঙ্গা নদীর পানির উপর ভেসে ছিল। উদ্ধারের সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কি কারণে ও কিভাবে তাকে হত্যা করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছিল তা জানা যায়নি।

তিনি আরো জানান, লাশের ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, লাশের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না কিভাবে সে মারা গেছে।

(দ্য রিপোর্ট/আরআর/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)