সাপ্তাহিক লুজারের শীর্ষে সমতা লেদার
দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের অধিকাংশ দিনে শেয়ার দর কমায় সমতা লেদার কমপ্লেক্স সাপ্তাহিক দর কমার শীর্ষ-১০ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে এ শেয়ারের দর কমেছে ২৫.৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমতা লেদার ২০০৩ সাল থেকে লোকসানে রয়েছে। আর ২০০৪ সাল থেকে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারেনি।
গত সপ্তাহের ৪ কার্যদিবসে এ কোম্পানির মোট ৩৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৫শত টাকা। বৃস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির দর অবস্থান করছে ১৮ টাকায়।
‘জেড’ ক্যাটাগরির সমতা লেদারের মোট ১ কোটি ৩ লাখ ২০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.২৯ শতাংশ ও বাকি ২৯.৭১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
(দ্য রিপোর্ট/আরএ/এইচকে/ডিসেম্বর ২৭, ২০১৩)