রংপুর সংবাদদাতা : বাস চালকদের পুড়িয়ে হত্যা ও গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার দুপুর থেকে রংপুর বিভাগের আট জেলার সব দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন রংপুর থেকে ঢাকামুখী যাত্রীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সমিতির সভাপতি আক্তার হোসেন বাদল দ্য রিপোর্টকে জানান, বাস চালকদের পুড়িয়ে হত্যা ও গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণের দাবিতে চালকরা এ সিদ্ধান্ত নিয়েছে।

সরকার চালক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে পারলে ২৯ তারিখের পর চালকদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এইচএসএম/ডিসেম্বর ২৭, ২০১৩)