পিরোজপুর সংবাদদাতা : ১৮ দলের ডাকা ২৯ ডিসেম্বর ঢাকা অভিযাত্রাকে কেন্দ্র করে পিরোজপুরে অঘোষিত ঢাকাগামী বাস ও লঞ্চ ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। শনিবারও কোনো বাস ঢাকা যাবে না বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন পরিবহনের পিরোজপুর কাউন্টার প্রতিনিধিরা জানান, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি থেকে শুক্রবার ও শনিবার ঢাকাগামী বাস না ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির ঢাকা অফিস থেকেও এই দুদিন ঢাকার উদ্দেশে বাস না ছাড়ার জন্য বলা হয়েছে।

বাস কাউন্টারগুলোর আশেপাশে সাদা পোশাকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে, পিরোজপুরের হুলারহাট নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, সরকারের নির্দেশেই ঢাকাগামী বাস-লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের এ সব বাধা উপেক্ষা করে ১৮ দলের তিন সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন পথে ঢাকা গিয়ে পৌঁছাবে বলে তিনি আশা করেন।

(দ্য রিপোর্ট/এফআই/এফএস/এমএআর/ডিসেম্বর ২৭, ২০১৩)