মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জ সংবাদদাতা : জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল্লাহ(৫)। সে দক্ষিণ বালুয়াকান্দি গ্রামের মো. বাবু মিয়ার ছেলে।
বাবু মিয়া জানান, শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। কখন পুকুরের পানিতে পড়ে যায় তা কেউ লক্ষ্য করেননি। পরে পুকুরের পানিতে ভেসে উঠলে তাকে তাৎক্ষণিক ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএস/এফএস/ডিসেম্বর ২৭, ২০১৩)