খুলনা সংবাদদাতা : খুলনার তেলিগাতি বিল ডাকাতিয়ার একটি ঘেরে দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আডংঘাটা থানা এলাকায়  শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আডংঘাটা থানার এস আই সুরেশ দ্য রিপোর্টকে দুজনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক একসঙ্গে ঘেরে আসে। এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। রিপন শেখ ঘটনাস্থলেই মারা যায়। আহতাবস্থায় মিলন ওরফে মিঠুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এটি/এমএইচও/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)