যশোরের ৫ হাজার নেতাকর্মী এখন ঢাকায়
যশোর সংবাদদাতা : ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মী যশোর ছেড়েছেন। গত দুইদিনে এ জেলার অন্তত পাঁচ হাজার নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দ্য রিপোর্টকে জানান, সাত হাজার নেতাকর্মী ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে যোগ দেবেন বলে টার্গেট নির্ধারণ করা হয়েছে। বেশিরভাগ নেতাকর্মী শুক্রবার রাতের মধ্যেই ঢাকা যাচ্ছেন। বাকি নেতাকর্মীদের শনিবার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুর রশিদ শুক্রবার সন্ধ্যায় দ্য রিপোর্টকে জানান, তার দলের দুই হাজার নেতাকর্মী ঢাকার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যাদের অনেকেই ইতোমধ্যে ঢাকা পৌঁছে গেছেন। অনেকে এখন ঢাকার পথে রয়েছেন।
এদিকে, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মিন্টু দ্য রিপোর্টকে জানান, শ্রমিকরা গাড়ি চালাতে ইচ্ছুক। তবে অনেক মালিক আতঙ্কে রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছেন না। শুক্রবার বিকেল থেকে রাস্তায় দূরপাল্লার গাড়ির সংখ্যা কমে গেছে। রাতে ঢাকামুখী গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি জানান।
বাস চলাচল বন্ধ হয়ে গেলে নেতাকর্মীরা কীভাবে ঢাকা যাবেন এমন প্রশ্নের জবাবে বিএনপি ও জামায়াত নেতারা বলেন, অনেক নেতাকর্মী ট্রেনযোগে বা অন্য কোনো মাধ্যমে রাজধানীতে পৌঁছাবেন।
(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এসবি/রাসেলডিসেম্বর ২৭, ২০১৩)