রাজশাহী- ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী সংবাদদাতা : ১৮ দলের ঢাকার কর্মসূচিকে ঘিরে নাশকতার শঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে রাজশাহী- ঢাকা রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী কাউন্টার থেকে সন্ধ্যা ৬টার পর কোনো বাসই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সন্ধ্যার পরের যে সব টিকিট বিক্রি হয়েছিলো তা ফেরত নেওয়া হয়।
ঢাকা কোচ কাউন্টারের কর্মচারিরা দ্য রিপোর্টকে জানান, শ্রমিক নেতাদের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
রাজশাহী মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন দ্য রিপোর্টকে জানান, ফেডাশেনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র রাজশাহী- ঢাকা রুটের সব বাস চলাচল বন্ধ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)