ঝিনাইদহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে শুক্রবার দুপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, নাশকতার আশঙ্কায় প্রশাসনের নির্দেশে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। জেআর পরিবহনের কাউন্টারের ম্যানেজার চঞ্চল ইসলাম বলেন, দুপুরে পুলিশের পক্ষ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিতে বলা হয়। এরপর থেকে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।
নাশকতার আশঙ্কায় শহরের মোড়ে মোড়ে চেকপোষ্ট বসানো হয়েছে। ঢাকাগামী বাস, মাইক্রো ও প্রাইভেটে তল্লাসি চালানো হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করতে কোন নির্দেশ দেওয়া হয়নি।
এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান জানান, যে কোনোভাবে ঝিনাইদহ থেকে ৬ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে যোগ করবেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)