যশোরে বাস চলাচল বন্ধ
যশোর সংবাদদাতা : ঢাকা অভিমুখে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে যাত্রীবাহী সব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
ঢাকায় ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির কারণে ভাঙচুর আতঙ্কে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে যশোরের অধিকাংশ বাস কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে অগ্রিম বিক্রীত টিকিটের যাত্রীদের নিয়ে রাতে বাস ছাড়ার সিদ্ধান্ত থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকামুখী বাস না ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কাউন্টারগুলোতে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মিন্টু দ্য রিপোর্টকে জানান, শ্রমিকরা গাড়ি চালাতে ইচ্ছুক। তবে মালিকরা আতঙ্কে রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছেন না। যে কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকামুখী সব যাত্রীবাহী বাস না ছাড়তে কাউন্টারগুলোতে নির্দেশনা দিয়েছে মালিকরা। রবিবার দুপুরের আগে এ অবস্থার অবসান হচ্ছে না বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)