নড়াইল সংবাদদাতা : নড়াইলের আর্থ-সামাজিক সংগঠন ‘সপ্তর্ষি’ গর্বিত পিতা-মাতাকে সম্মাননা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

রূপগঞ্জ মুচিরপোলে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার বিকেলে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, লেখক প্রদ্যুৎ ভট্টাচার্য, শিক্ষাবিদ দিলারা বেগম, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সুব্রত কুমার কুণ্ডুর গর্বিত বাবা মিন্টু কুণ্ডু ও মা সুচিত্রা রানী কুণ্ডুকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ৩২ জন অসহায় ও দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘সম্পর্ষি’-এর সভাপতি অপূর্ব দাস অপু ও সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী মিলন দ্য রিপোর্টকে জানান, ‘আগামীর স্বপ্ন বুনি’ এ স্লোগানকে ধারণ করে ২০১২ সালের ১০ আগস্ট মাত্র সাতজন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছিল। বর্তমানে সদস্য সংখ্যা ৩৫ জন। সদস্যদের নিজস্ব চাঁদায় আগামীতে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে এ সংগঠনটি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)