কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে রাহমত উল্লাহ নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উখিয়া হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের সভাপতি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল কবির দ্য রিপোর্টকে জানান, তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। তিনটিতে জামিনে থাকলেও ২টি মামলায় তিনি পলাতক ছিলেন। তাই গ্রেফতার করা হয় তাকে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বর্তমান সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চালায় উখিয়া উপজেলার জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। আর তাদের অরাজকতার নেতৃত্ব দেন জামায়াতের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা। তাদের মধ্যে রাহমত উল্লাহ অন্যতম।

(দ্য রিপোর্ট/ইকে/এমএইচও/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)