গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ধোপাচালা এলাকায় চালক হায়দার আলীকে (২৭) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

চালকের মৃতদেহ উদ্ধার করে শুক্রবার বিকেলে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

হায়দার আলী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গেন্দিপুড়ী গ্রামের দুলু শেখের ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী জিন্নাহ দ্য রিপোর্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, হায়দার আলী দীর্ঘদিন ধরে সপরিবারে উপজেলার রাখালিয়াচালার বৌ-বাজার এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার রাতে তিনি আর বাসায় ফেরেননি। সফিপুর-ভান্নারা আঞ্চলিক সড়কের ধোপাচালা এলাকার গজারী বনের পাশে শুক্রবার বিকেলে এলাকাবাসী তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)