নৃশংসতা ছেড়ে আল্লাহর পথে আসুন : মাসঊদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাধারণ মানুষের পথরোধ নয়, নৃশংসতা নয়- আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শোলাকিয়া ঈদের জামাতের ইমাম ও বিশিষ্ট আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
খিলগাঁও চৌধুরীপাড়া শুক্রবার সন্ধ্যায় আত্মোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণমূলক ‘ইসলাহী ইজতেমা’য় তিনি এ কথা বলেন। ২৪ ঘণ্টার এই প্রশিক্ষণমূলক ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘মানুষ যখন শান্তির চিন্তা করে, পরের কল্যাণের চিন্তা করে, তখন গর্তের পিপীলিকা পর্যন্ত তা দোয়া করতে থাকে। তাই আমাদের নিশ্চিতভাবেই আল্লাহর পথে ফিরে আসতে হবে। কারণ, আল্লাহকে সন্তুষ্ট করলে আর কোনো কিছুই প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা একটি প্রতিকূল সমাজে বাস করছি। সারাদেশে অশান্তি ও নিরাপত্তাহীনতা। এই অবস্থা থেকে উত্তরণে নিজের আমল সবার আগে ঠিক করতে হবে। কোনো সেনাবাহিনী পৃথিবীতে শান্তি আনতে পারবে না, আমলারাও পারবে না, রাজনীতিবিদরাও পারবে না যতক্ষণ আমি নিজে ঠিক না হই।’
তিনি দেশের এই ক্রান্তিকালে সকলের প্রতি শান্তির আহ্বান জানিয়ে বলেন, ‘সহিংসতায় শান্তি নেই। শান্তি হল- মমত্ববোধে, ভালোবাসায়, আন্তরিকতায়, অন্যের উপকারে কিছু করায়। এ সবই মহান আল্লাহুর পছন্দ।’
ইসলাহী ইজতেমায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন- মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, খতিব আফসারুজ্জামান, মুফতি দেলোয়ার হোসেন সাইফী, মুফতি সাইদ নিজামী, মাওলানা রুহুল আমীন সিরাজী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা হুসাইনুল বান্না প্রমুখ।
ইজতেমা বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার সন্ধায় আখেরী মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়।
(দ্য রিপোর্ট/আইজেকে/ডিসেম্বর ২৭, ২০১৩)