বান্দরবানে ঢাকা চলো কর্মসূচিতে পুলিশি বাধা
বান্দরবান সংবাদদাতা : পুলিশি বাধায় ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বান্দরবান ছেড়ে যেতে পারছেন না বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে বিএনপির কেন্দ্রীয় নেত্রী মাম্যাচিং এবং জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী গ্রুপের প্রায় ছয় শতাধিক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে ঢাকায় যাচ্ছেন।
বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে বিষয়টি জানিয়েছেন। ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীসহ ১৮ দলীয় জোটের প্রায় দুশতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন বলে জানান তারা। আরও অনেকে যাবার অপেক্ষায় আছেন। সুযোগ বুঝেই তারা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
শুক্রবার সন্ধ্যায় ১৮ দলীয় জোটের শীর্ষ সারির কয়েকজন নেতাও ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদসহ জোটের নেতারা জানান, পুলিশি বাধার কারণে বান্দরবান ছাড়তে পারছেন না তারা। ঢাকার গাড়িগুলো বিএনপি নেতাকর্মীদের কাছে কোনো টিকেট বিক্রি করছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টার ম্যানেজাররা জানান, বৃহস্পতিবার রাত থেকেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কাছে টিকেট বিক্রি বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিকেট বিক্রি না করতে তালিকা পাঠানো হয়েছে। গাড়িতে সিট খালি থাকার পরও বাধ্য হয়ে আমরা টিকেট বিক্রি করতে পারিনি।
তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। ১৮ দলীয় জোটের নেতাকর্মীদেরও বাধা দেওয়া হচ্ছে না।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)