খুলনা সংবাদদাতা : শুক্রবার রাত থেকে ঢাকামুখী সকল পরবিহন সার্ভিস বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও বাস মালিকদের পক্ষ হতে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে।

পুলিশের বিশেষ শাখা হতে জানানো হচ্ছে, নাশকতার আশঙ্কায় বাস মালিকরাই বাস বন্ধ করে দিয়েছে। অপরদিকে খুলনা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল গাফফার বিশ্বাস জানান, বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশের কথা অনুযায়ী খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

অপরদিকে, খুলনা-ঢাকা ট্রেন সার্ভিসও বন্ধ রয়েছে। শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে কোন ট্রেন ছেড়ে যায়নি। এছাড়া রাতেও কোন ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে না। এ ব্যাপারে স্টেশন ম্যানেজার কোন কথা বলতে রাজি হননি।

(দ্য রিপোর্ট/এটি/এমএআর/ডিসেম্বর ২৭, ২০১৩)