চট্টগ্রাম সংবাদাতা : জেলার সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগড়ায় আলাদা অভিযান চালিয়ে ১৭ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী ও পুলিশ। এ ছাড়া চট্টগ্রাম রেলস্টেশন ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি-জামায়াত সন্দেহে আটক ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

যৌথবাহিনী ও পুলিশের বিভিন্ন অভিযানে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টার মধ্যে এদের আটক করা হয়।

সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে চারজন এবং পুলিশের আলাদা অভিযানে বাঁশবাড়িয়া ও সোনাইছড়ি ইউনিয়ন থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান।

সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়।

অন্যদিকে লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা করা হযেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।

এদিকে, ঢাকা যাওয়ার সময় চট্টগ্রাম রেলস্টেশন ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবির সন্দেহে ২৯ জনকে আটক করে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, চট্টগ্রাম রেলস্টেশন, বিআরটিসি বাস কাউন্টার ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের ছাত্র পরিচয়পত্র দেখে ছেড়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এসকে/ডিসেম্বর ২৮, ২০১৩)