দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের দিল্লিতে বাসে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার এক বছর পূর্ণ হতে না হতেই শুক্রবার আবারও গণধর্ষণের শিকার হলেন ২১ বছরের এক হতভাগ্য যুবতী। বান্ধবীর বাসা থেকে নিজের বাসায় যাওয়ার পথে পর পর দুইবার কতিপয় পাষণ্ডের হাতে পা্শবিক নির্যাতনের শিকার হন পন্ডীচেরির সেই যুবতী। খবর বিবিসি।

এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে ভারতের পুলিশ জানিয়েছে।

পন্ডীচেরি বন্দর এলাকা কারাইকেলে বান্ধবীর বাসা থেকে মেয়েটি যখন একা বাড়ী ফিরছিল তখন তিনজন লোক তাকে অপহরণ করে। এরপর তাদের একজন মেয়েটিকে ধর্ষণ করে।

পাষন্ডদের হাত থেকে মুক্তি পাওয়ার পর মেয়েটি তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে। তার বান্ধবী তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা ৬ জনের আরেকটি গ্রুপ তাদের পথরোধ করে। সেখান থেকে ভুক্তভোগীকে অপহরণ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং একে একে ৬ জন পাষন্ড পুনরায় মেয়েটিকে ধর্ষণ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ষণকারীরা মেয়েটির পূর্ব পরিচিত নয়।

স্থানীয় থানায় প্রথমে ধর্ষণের মামলা না নেওয়ায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মেয়েটিকে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পন্ডীচেরির সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ মনিকা ভরদ্বাজ জানিয়েছেন, এটা উদ্ভট রকমের পাশবিক নির্যাতন।

যৌন সহিংসতা রোধে ভারতে যখন নতুন আইন প্রণয়ণের চিন্তাভাবনা চলছে তখন এ ধরণের উদ্ভট ঘটনা দেশটির সচেতন নাগরিকদের ভাবিয়ে তুলেছে।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৮, ২০১৩)