ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ২৩
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে একটি চলন্ত ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় আগুন লেগে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন।
অনন্তপুর জেলায় শনিবার স্থানীয় সময় ভোরে নানদেদ এক্সপ্রেসের ১৬৫৯৪ নম্বর বগিতে এ আগুন লাগে। বগিটিতে ৬৪ জন যাত্রী ছিল। ট্রেনটি ব্যাঙ্গলুর থেকে নানদেদ যাচ্ছিল।
দেশটির রেলওয়ের মুখপাত্র সিএস গুপ্ত জানান, নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা যান।
আগুন লাগার সঙ্গে সঙ্গে অনেকে আবার ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন পুরোপরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ধোঁয়া ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ দুর্ঘটনায় উদ্বেগ ও দুঃখপ্রকাশ করেছেন। তিনি রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে সব ধরনের সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী। সূত্র: এনডিটিভি
(দ্য রিপোর্ট/ কেএন/ ডিসেম্বর ২৮, ২০১৩)