নড়াইল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
নড়াইল সংবাদদাতা : নড়াইল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির কারণে নাশকতার আশংকায় বাস বন্ধ করে দেওয়া হয়েছে।
ঈগল কাউন্টার নড়াইলের ম্যানেজার মানিক দাস দাবি করেন, কুয়াশার কারণে শুক্রবার রাত থেকেই ঢাকাগামী ঈগল পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
একে ট্রাভেলস নড়াইল কাউন্টারের হিসাবরক্ষক মো. ইব্রাহিম মোল্যা জানান, শুক্রবার রাতে গাড়ি ছাড়া হলেও শনিবার সকাল ১০টা পর্যন্ত ঢাকায় পৌঁছাতে পারেনি। কুয়াশা এবং ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির কারণে নিরাপত্তার অভাবে শুক্রবার সকাল থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
হানিফ পরিবহনের নড়াইল কাউন্টারের ম্যানেজার খন্দকার আল মামুন বিল্লাহ জানান, কুয়াশার কারণে শনিবার সকাল থেকে হানিফ পরিবহন বন্ধ রাখা হয়েছে। তবে রবিবার থেকে হয়তো আবারও চালু হতে পারে।
একই কারণে নড়াইল, কালিয়া ও লোহাগড়া থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহন, সেবা গ্রীন লাইন, বিকাশসহ সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. নাজমুল আলম জানান, ঘন কুয়াশা এবং ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির কারণে নাশকতার আশংকায় পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)