ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আখাউড়া থানার ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রউফ মিয়া সিকদারের (৪৫) পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবরোধ ও হরতালে বিভিন্ন নাশকতা চেষ্টার মামলা রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার প্রচার সম্পাদক রউফ মিয়াসহ বিএনপির ১৪ জন ও জামায়াতের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’
(দ্য রিপোর্ট/এসকে/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)