শ্রীলঙ্কার স্বস্তির জয়
দ্য রিপোর্ট ডেস্ক : আবুধাবিতে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। এই ম্যাচ হেরেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে মিসবাহর দল।
শেষ ম্যাচে জয়ের নায়ক দীর্ঘ ১১ মাস পর হাফসেঞ্চুরির দেখা পাওয়া দিনেশ চান্দিমাল। ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
টস জিতে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ২৩২ রানের বেশি করতে দেয়নি শ্রীলঙ্কান বোলাররা। মালিঙ্গা-লাকমালদের বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়তে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। অধিনায়ক মিসবাহ-উল-হকের ৫১ ও সিরিজে ৩টি সেঞ্চুরি করা মোহাম্মদ হাফিজের ৪১ রানের উপর ভর করে সম্মানজনক একটি জায়গায় পৌঁছেছে তারা। আর ৭ নম্বরে নামা আনোয়ার আলী ৪১ রানে অপরাজিত থাকলেও শেষের কোন ব্যাটসম্যানই তাকে আর সঙ্গ দিতে পারেনি। ২৩২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। লাসিথ মালিঙ্গা ৪টি ও সুরঙ্গ লাকমাল ৩টি উইকেট লাভ করেছেন।
২৩৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও দারুন হয়েছে। ওপেনিং জুটিতে দিলশান ও পেরেরা ৭৫ রান যোগ করেছেন। আর এই ম্যাচেই ওয়ানডেতে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন দিলশান। তার আগে ৫ জন শ্রীলঙ্কান ব্যাটসম্যান এই রেকর্ড গড়তে পেরেছেন। ২২ রান করে সাঙ্গাকারা জুনাইদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।
এরপর দিনেশ চান্দিমাল একপ্রান্তে উইকেট ধরে থাকলেও অপরপ্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যেই থেকেছেন। তবে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রেখেছেন ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা অজান্তা মেন্ডিস। ১৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
জুনাইদ খান ৩টি ও সাঈদ আজমল ২টি উইকেট লাভ করেছেন। ৩১ ডিসেম্বর আবুধাবিতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ২৩২ (মিসবাহ ৫১, আনোয়ার আলী ৪১*; মালিঙ্গা ৫৭/৪, লাকমাল ৪২/৩)
শ্রীলঙ্কা : ২৩২/৮ (চান্দিমাল ৬৪*, পেরেরা ৪৭; জুনাইদ ৩১/৩, আজমল ৪৩/২)
ফল : শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : দিনেশ চান্দিমাল(শ্রীলঙ্কা)
সিরিজ সেরা : মোহাম্মদ হাফিজ(পাকিস্তান)
(দ্য রিপোর্ট/এমআই/এমসি/ডিসেম্বর ২৮, ২০১৩)