খুলনায় গ্রেফতার ৩৮
খুলনা সংবাদদাতা : খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলায় শুক্রবার রাতে যৌথবাহিনীর অভিযানে মোট ৩৮ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রয়েছেন।
কেএমপির (খুলনা মেট্রোপলিটন পুলিশ) পাঁচ থানায় তিন জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা জানায়, তাদের নয়টি থানায় মোট গ্রেফতারের সংখ্যা ৩৫। তাদের মধ্যে সাম্প্রতিক নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা রয়েছেন।
(দ্য রিপোর্ট/এটি/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)