সিলেট থেকে বাস ট্রেন ছেড়ে যায়নি
সিলেট অফিস : মোটর শ্রমিক লীগের ডাকা হরতালের কারণে সিলেট থেকে দূরপাল্লার সব বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এ ছাড়া শিডিউল বিপর্যয়ের অজুহাত দেখিয়ে ট্রেন চলাচলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে বাস-ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার সকালে অনেককে বাস কাউন্টার ও রেলস্টেশনে গিয়ে টিকিট কিনতে অপেক্ষা করতে দেখা গেছে।
অন্যদিকে সিলেট থেকে ঢাকাগামী উপবন সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে যাতায়াত স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিবুর রহমান দ্য রিপোর্টকে বলেন, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমজে/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)