কুমিল্লা সংবাদদাতা : ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া ঘোষিত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখী ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকার পথে রয়েছেন কুমিল্লার ১৮ দলের প্রায় ৪০ হাজার নেতাকর্মী।

হাতে জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকলেও সরকারি বাধার কথা মাথায় রেখে কৌশল অবলম্বনের মাধ্যমে ঢাকায় যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দ্য রিপোর্টকে বলেন, সরকার একদলীয় নির্বাচনের যে আয়োজন করতে যাচ্ছে এর বিপরীতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ একটি যুগান্তকারী কর্মসূচি। শত বাধা-বিপত্তির মধ্যেও ১৮ দলের নেতাকর্মীরা ঢাকায় যাবে।

তিনি জানান, কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির নয়টি উপজেলা ও ছয়টি পৌরসভা থেকে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। প্রশাসনিক বাধার আশঙ্কায় বিচ্ছিন্নভাবে শুক্রবার থেকে ঢাকায় যাওয়া শুরু করেছেন নেতাকর্মীরা।

অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাতটি থানা এবং পাঁচটি পৌরসভায় তৃণমূল পর্যায়ে প্রস্তুতি সভা হয়েছে বলে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম দ্য রিপোর্টকে বলেন, আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করুক না কেন প্রতিটি দেশপ্রেমিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এ ছাড়াও জোটের অন্যতম শরীক জামায়াতের পক্ষ থেকেও এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মহানগরী জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আমিনুল হক দ্য রিপোর্টকে বলেন, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি সফল করতে মহানগর জামায়াত ও সকল সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে তিনি জানান।

এ ছাড়াও কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা জামায়াত, খেলাফত মজলিস, লেবার পার্টি, কল্যাণ পার্টিও কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/জেপি/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)