মুন্সীগঞ্জ থেকে ঢাকামুখী যানচলাচল বন্ধ
মুন্সীগঞ্জ সংবাদদাতা : নাশকতার আশঙ্কায় মুন্সীগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীবাহী যানচলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জ-ঢাকা, মাওয়া-ঢাকা ও গজারিয়া-ঢাকা রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলতে দেখা যায়। লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সকালে মুন্সীগঞ্জ শহরের থানারপুল, ঢাকা-মুক্তারপুর রুটের মুক্তারপুরসহ শহরের লঞ্চঘাট এলাকায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
বিভিন্ন পরিবহন সূত্র থেকে জানা যায়, হরতাল ও অবরোধের নামে বাস ও মানুষ পুড়িয়ে মারায় পরিবহন ও শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই নাশকতার আশঙ্কায় মালিকপক্ষ মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহাম্মেদ জানান, শহর ও শহরতলির বিভিন্ন পয়েন্টে পুলিশের পাহারা রয়েছে। বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)