রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ জানান, শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া, মতিহার ও রাজপাড়া থানা এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালায়। এ সময় দুই থানা এলাকা থেকে নয়জনকে আটক করা হয়।

তিনি বলেন, তাদের মধ্য কয়েকজন পুলিশ কনস্টেবল সীদ্ধার্থ হত্যা মামলার আসামি। তাদের সংশ্লিষ্ট থানা হেফাজতে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)