টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দুটি ট্রেন থামিয়ে অভিযান চালিয়ে প্রায় শতাধিক যাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পারিচালিত হয়।

টাঙ্গাইল মডেল থানার এস আই সুজন জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন দুটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনে জঙ্গি রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ট্রেন দুটিতে অভিযান চালায়। এ সময় তারা ট্রেনের সন্দেহজনক ও টিকিট ছাড়া প্রায় শতাধিক যাত্রীকে আটক করে।

অপরদিকে, ঘারিন্দা রেলস্টেশনে দায়িত্বে থাকা কর্মকর্তা সাগর আলী জানান, ঢাকাগামী পদ্মা ও নীল সাগর এক্সপ্রেস ট্রেন দুটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছালে পুলিশ ওই দুই ট্রেনে অভিযান চালায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন দুটি টাঙ্গাইলে থামিয়ে দেওয়া হয়। পরে ট্রেন দুটি থেকে যাত্রীদের নামিয়ে যেখান থেকে ট্রেনটি ছেড়ে এসেছে পুনরায় সেখানে ফেরত পাঠানো হয়। ফলে যাত্রীরা মাঝপথে নেমে চরম দুর্ভোগে পড়েন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কারো কোনো পরিচয় জানা যায়নি।

অপরদিকে, টাঙ্গাইল বাসস্টেশন থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরটি/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)