দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক শেখ আর নেই। ফারুক শেখ শুক্রবার রাতে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর এনডিটিভি।

জানা গেছে, ৬৫ বছর বয়সী ফারুক শেখ শারীরিকভাবে সুস্থই ছিলেন। হঠাৎ করেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

১৯৭৩ সালে ‘গরম হাওয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হয় ফারুক শেখের। তার চলচ্চিত্রের মধ্যে ‘চশমে বদ্দুর’ ও ‘সাথ সাথ’ অত্যন্ত জনপ্রিয়তা পায়। ফারুক শেখ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘শতরঞ্জ কা খিলাড়ি’সহ ‘উমরাও জান’, ‘কিসিসে না ক্যহনা’, ‘নুরি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দেওয়ানি’। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বেশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন তিনি।

ভারতের বারোদায় ১৯৪৮ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন ফারুক শেখ। তার বাবা মুস্তাফা শেখ মুম্বাইয়ের আইনজীবী ছিলেন।

(দ্য রিপোর্ট/আএইচএসএম/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)