দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘অগণতান্ত্রিক ও সহিংসতার পথে গণতন্ত্রের জন্য আন্দোলন হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নির্বাচনকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিরোধী দলের নেতা খালেদা জিয়া ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’র সমালোচনা করে আরো বলেন, ‘বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। আমার চোখে দেখা বিএনপির দুটি ভুল হলো- সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ না নেওয়া এবং প্রধানমন্ত্রীর ফোনালাপে সংলাপ-সমঝোতার প্রস্তাবে সাড়া না দেওয়া।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এএস/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)