জাবি প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৭তম আবর্তনের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার মানববন্ধন করেছে ‘আমরা জুবায়েরের বন্ধুরা’ ব্যানারে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে দুপুর ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে। পরে জুবায়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রশাসন বারাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে ৩৭তম আবর্তনের শিক্ষার্থী জুবায়েরের বন্ধু আবুল কালাম দ্য রিপোর্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুবায়েরের হত্যাকারীদের বিচার নিয়ে টালবাহানা করছে। আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)