সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে এপোলো ইস্পাত
দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার লেনদেন শুরু হয়ে সাপ্তাহিক টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের এপোলো ইস্পাত। মাত্র দুই কার্যদিবসে এ কোম্পানির ১০২ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মূলত: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পাওয়া শেয়ার অধিক পরিমাণে বিক্রি হওয়ার কারণে এর লেনদেন তুলনামুলক বেশি হয়েছে। দুই কার্যদিবসে এ কোম্পানির ২ কোটি ৭২ লাখ ৫৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া গত সপ্তাহে টাকার অংকে মোট টার্নওভারের ৫.৩৮ শতাংশ লেনদেন হয়েছে এপোলো ইস্পাতের।
লেনদেনের প্রথম দিন ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার ৩৮.১ টাকায় লেনদেন হয়। তবে বৃহস্পতিবার ০.১০ টাকা বা ০.২৬ শতাংশ কমে ৩৮ টাকায় লেনদেন হয়।
এপোলো ইস্পাতের মোট ২৫ কোটি শেয়ারের মধ্যে ৩০.৪৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.৫৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৩৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
(দ্য রিপোর্ট/আরএ/এইচকে/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)