দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (সোনালী ব্যাংকের সামনে) শনিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ জে মোহাম্মদ আলী এ ঘোষণা দেন।

মোহাম্মদ আলী বলেন, রবিবার সকাল ১০টায় জাতীয়তাবাদী সকল আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে মিলিত হবেন। এখান থেকে আমরা জাতীয় পতাকা হাতে নয়াপল্টনেরে উদ্দেশে রওনা হবো।

তিনি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করার জন্য সকল আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

এর আগে, সুপ্রিম কোর্টের ২নং হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আটক করেছে সরকার। তার (খোকন) বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিনের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

এ ছাড়া মিথ্যা মামলা দিয়ে যে সকল জাতীয়তাবাদী নেতাকে সরকার আটক করেছে, তাদের মুক্তির দাবি জানান মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট এ এস রাজাসহ আইনজীবী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে আইনজীবীরা একটি মিছিল বের করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)