ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত ও বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ইসলামপুর (হরিপুর) কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জব্বারুল ইসলাম রয়েছেন। অন্যদের পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ থানার ওসি ইকবাল বাহার জানান, আটকদের বিরুদ্ধে অবরোধ ও হরতাল চলাকালে সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে। যৌথবাহিনীর সদস্যরা ২৫ জনকে আটক করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জনকে আটক দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)