বরিশালে ৮ ককটেল উদ্ধার
বরিশাল সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন থেকে বিএনপি নেতা সাইদুল ইসলামের কাচারি ঘর থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ এই ককটেল উদ্ধার করে।
তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই ফোরকান আহমেদ দ্য রিপোর্টকে জানান, সংবাদ পেয়ে তারা সকালে ঘটনাস্থলে পৌঁছে সাইদুল ইসলামের তালাবদ্ধ কাচারি ঘর থেকে ৮টি ককটেল উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেননি। ঘটনার পর থেকে সাইদুল ইসলাম পলাতক।
(দ্য রিপোর্ট/বিএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)