দ্য রিপোর্ট ডেস্ক : মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। দিন শেষে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে।

এর আগে সফরকারীদের প্রথম ইনিংসে জনসনের দুর্দান্ত বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে তাদের গুঁড়িয়ে দিয়েছেন নাথান লায়ন। ২ বোলার মিলে ইংলিশদের ৮ উইকেট শিকার করেছেন।

ইংলিশ ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছেন লায়ন। ৫ উইকেট পেয়েছেন এই স্পিনার। এর সঙ্গে গড়েছেন অনন্য এক রেকর্ড। ষষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

প্রথম ইনিংসে ৫১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা সফরকারীরা অলআউট হয়েছে মাত্র ১৭৯ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা কেভিন পিটারসেন দ্বিতীয় ইনিংসে লায়নের বলে আউট হওয়ার আগে করেছেন ৪৯ রান। উইকেটে টিকে থাকার লড়াইয়ে আর কোনো ইংলিশ ব্যাটসম্যানই সফল হতে পারেননি।

জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২০১ রান। হাতে আছে ১০ উইকেট। ক্রিস রজার্স ১৮ এবং ডেভিড ওয়ার্নার ১২ রানে অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৫৫; দ্বিতীয় ইনিংস : ১৭৯ (কুক ৫১, পিটারসেন ৪৯; লায়ন ৫০/৫, জনসন ২৫/৩)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২০৪; দ্বিতীয় ইনিংস : ৩০/০ (রজার্স ১৮*, ওয়ার্নার ১২*)

(দ্য রিপোর্ট/এমআই/এমসি/সিজি/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)