সাতক্ষীরা সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে কোনো হত্যাকারী পার পাবে না।’ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শনিবার সকাল সাড়ে ১১টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তিনি জামায়াত-শিবিরের নির্মম হত্যার শিকার ছাত্রলীগ নেতা মামুন, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন।

তিনি বলেন, ’৭১- এর যুদ্ধাপরাধীদের বিচার যদি ৪২ বছর পর হতে পারে তাহলে সাতক্ষীরায় যারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করেছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবেই হবে। ছাত্রলীগ নেতা মামুন, আওয়ামী লীগ নেতা রবিউল ও সিরাজুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানের শুরুতে জামায়াত-শিবিরের হাতে নিহত ২০ আওয়ামী লীগ নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, সাবেক মন্ত্রী ডা. আফম রুহুল হক, আওয়ামী লীগ নেতা এসএম কামাল, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।

বক্তারা আরও বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের মত দশম জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ’।

এর আগে নেতারা নিহতদের পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)