সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (পূর্ব) হেমায়েতুল ইসলাম আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

আটকরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার নজরুল (৩৫), হাবিবুর রহমান (৪০), আনোয়ার (৩৫), সেজুল বক্স (২১), মুজিব (২২) ও মাসুক মিয়া (২৮)। ছাতক উপজেলার বাতগাঁও ইউনিয়নের কচুরগাঁও গ্রামের অমর চান (২০), নিজাম (৪০), শামিম আহমদ (৩৮), বসর আলী (৪০)। জামারগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কালিগাঁও গ্রামের ইউনুস আলী (৩০) মধ্যনগর থানার দুগনই গ্রামের সফিক মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)