কলকাতা প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার তাকে কলকাতা শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলভিউ হাসপাতালের ষষ্ঠ তলার একটি কেবিনে আছেন তিনি। চিকিৎসা করছেন ডা. সুব্রত মৈত্র। শুক্রবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। এছাড়াও বার্ধক্যজনিত কিছু সমস্য রয়েছে বলেও জানিয়েছে। ইতোমধ্যে, পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে তাকে।

হাসপাতালের কেবিনে চিকিৎসক ও নির্দিষ্ট নার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি স্যুপ ও সিদ্ধ খাবার খাচ্ছেন।

এর আগে সুচিত্রা সেন বেশ কয়েকবারই শারীরিক অসুস্থতা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক সুব্রত মৈত্রর কাছে চিকিৎসা নিয়েছেন। ২০০৭ সালের অক্টোবর, ২০০৮ সালের ফেব্রুয়ারি এবং ২০১০ সালের জুন মাসে চিকিৎসক মৈত্রের অধীনেই তিনি এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)