শরীয়তপুর সংবাদদাতা : ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা উপলক্ষে শনিবার সকাল থেকে ঢাকামুখী সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার হাজার হাজার মানুষ।

শরীয়তপুর বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার দ্য রিপোর্টকে জানান, ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা উপলক্ষে শরীয়তপুর থেকে ঢাকামুখী বিএনপি এবং এর অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা যাতে সভাস্থলে হাজির হতে না পারে এ জন্য প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকাল থেকে ঢাকাগামী লঞ্চ, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েঠে।

তবে এ আশঙ্কার আগেই ১/২ দিন আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার শিকারী দ্য রিপোর্টকে জানান, শনিবার সকালে নড়িয়া থানা থেকে পুলিশ এসে আমাদের সব লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ বিষয়ে দ্য রিপোর্টকে জানান, প্রশাসন কোনো যানবাহন বন্ধ করেনি। বাসমালিক সমিতি ও লঞ্চ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাদের যানবাহন বন্ধ রেখেছে।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমএইচও/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)