ফেনী সংবাদদাতা : জেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৫ বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।

পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা যৌথভাবে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়জন, সোনাগাজী থেকে সাতজন, পরশুরাম ও ফুলগাজী থেকে একজন করে মোট দুজনকে আটক করে।

পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/আরএইচআ/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)