জাবি প্রতিবেদক : আন্দোলনের নামে বিএনপি ও জামায়াতের দেশব্যাপী ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হওয়া এ মিছিলে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করে।

মিছিলটি পরিবহন চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজিব বলেন, বিএনপি জামায়াত যেভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, জাতি কখনো তাদের ক্ষমা করবে না।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ, প্রচার সম্পাদক জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক স ম আলমগীর, আল বেরুনী হল শাখা ছাত্রলীগ সভাপতি শিশির উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এপি/ডিসেম্বর ২৮, ২০১৩)