‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করতে জাবিতে মানবন্ধন
জাবি সংবাদদাতা : ১৮ দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সফল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ফোরাম। মানববন্ধনটি শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা (প্রান্তিক) গেটে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে ঐক্য ফোরামের আহ্বায়ক কামরুল আহছান, অধ্যাপক কামরুল আহছান টিটোসহ জাতীয়তাবাদে বিশ্বাসী প্রায় শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
জয়বাংলা গেট থেকে শুরু হয়ে নানা শ্লোগানে এগিয়ে যাওয়া মিছিলটি চৌরঙ্গী, পরিবহন চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপিপন্থী দর্শন বিভাগের অধ্যাপক মুহম্মদ কামরুল আহছান বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। হামলা করে মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যাতন করছে।এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করছে। এ সরকারের পতন অনিবার্য।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুল এবং কলা ও মানবিকী অনুষদের ডিন সৈয়দ কামরুল আহছান, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, কর্মচারি ইউনিয়নের সভাপতি আবদুর রহিম, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
(দ্য রিপোর্ট/এএস/এপি/ডিসেম্বর ২৮, ২০১৩)